✦ ইমোশনাল ব্ল্যাকমেইল
– মোঃ তৌহিদুর রহমান
কবিতা আর আসে না মাথায়,
কি যে সব লিখি—
সারাক্ষণ বনবন করে মন,
দেখে না কিছু আঁখি।
আমি তো ভাবলাম বুঝি,
হবে না লেখা আর;
ভাবনাগুলো দেয় না দেখা,
খুলে না কোনো দ্বার।
হঠাৎ কি হলো আজি,
বাতায়নে নেই হাওয়ার খেলা—
শণ শণ বয়ে যায় প্রাণে,
মনে তোলে দোলা।
পড়িলো মনে,
যবে সেই ক্ষণে
উঠেছিলাম সবে
চন্দ্রনাথ চূড়ায়।
ওগো চন্দ্রনাথ,
আছো কেমন তুমি?
মনে কি রেখেছ মোরে—
জানো কি, তোমার পড়েছি প্রেমে?
বানিয়েছ কবি আমায় তুমি।
ফিরে এসে এ ধরায়,
ভাবি শুধু তোমায়—
হবে দেখা কবে আবার?
কেন হলো দেখা?
সে প্রশ্নই জাগে বারবার।
ভাবলেশহীন, অনুভূতিহীন,
আমি এক যাযাবর;
মনে জাগে নানা প্রশ্ন,
পাই না কোনো উত্তর।
চিত্তের অনেক পথ বেয়ে
ছুটে যায় সমান্তরাল রেল—
তবে কি কেউ করেছিল আমায়
ইমোশনাল ব্ল্যাকমেইল?
২৩.১০.২০২২
