খুব মনে পড়ে


✦ খুব মনে পড়ে

– মোঃ তৌহিদুর রহমান

খুব মনে পড়ে সেই দিনের কথা,
যেদিন মিলেছিলাম সবে—
আপন অঙ্গনে, মনের গহিনে,
দুলে উঠেছিল ভুবন এ ভবে।

আহা, কত উচ্ছ্বাস!
প্রাণের স্পন্দন!
কত শ্বাস নিয়েছিলাম প্রাণভরে!
হঠাৎ আজিকে করছি স্মরণ—
বারবারই মনে পড়ে।

তোমাতে-আমাতে জমেছিল প্রেম,
বিশ্বাস আর ভালোবাসা;
তুমি ছাড়া বলো, চলে কি করে,
আমরা তো বন্দী একই ফ্রেমে ভাসা।

একি অপরূপ সাজে সেজেছিলাম মোরা,
আজো অমলিন সেই দিন;
মুছবে না কোনোদিন, হারাবে না কভু,
দল গঠনের সে অমূল্য ঋণ।

২৯.১০.২০২২


Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *