– মোঃ তৌহিদুর রহমান।
মনতো বসেনা কাজে
উড়ে উড়ে যায়
পাখির পাখায়
ঐ চন্দ্রনাথের চূড়ায়।
বারে বারে ছুঁতে চায়
পেতে চায় তোমায়
দাওনা ধরা আবার
ওগো চন্দ্রনাথ অয়োময়।
একি স্বপ্ন, নাকি মরিচিকা!
চিমটি দেহে বারে বার
সত্যিইকি করেছিলাম জয়
সুবিশাল ঐ চন্দ্রনাথের ভয়।
তমসার ঘোর কাটে না যেন
নিজেকে নিজেই চিনিনা কেন
কোথায় যেন হারিয়েছি নিজেকে
খুঁজে পায়না ধরাতল।
বিস্মিত আমি!
দিগ্বিজয়ী বীর আমি!
আজ নগ নাচে মোর পায়ের নীচে
অটল অবিচল!!
নব আকাশে সূর্য হাসে
মহীন্দ্র চন্দ্রনাথে
জয় হয়েছে আজ মোদের
সব বিশ্বাসী একসাথে।
শক্তিহীন, নিঃসঙ্গ আমি
কোথা পেলাম এত বল!
গহীন থেকে শব্দ আসে
‘এটা টিম বিল্ডিংয়ের ফল’!
করতে হবে টিম গঠন
সাজিয়ে গোলের থিম
লক্ষ্য থাকবে চূড়া জয়
থাকবেনা কোন ঝিম।
বিশ্বাস, শ্রদ্ধা, সহযোগিতা
থাকবে পরস্পরে
একসাথে সবে লড়বো মোরা
বিন্দু বিন্দু জয়ে
সাগর, পাহাড় লক্ষ্যভেদী জয়
আনবোই মোরা ঘরে।।
২৫.০৯.২০২২
(টিম বিল্ডিং প্রোগ্রাম-৪ এ আমরা অনেক অনেক মজা করেছিলাম। হোটেল রেডিসন ব্লুতে আমাদের টিম পরিচিতি পর্বে আমার লেখা কবিতাটি সিওও এবং আরশাদ ভূঁইয়া স্যারের উপস্থিতিতে আবৃত্তি করে শুনিয়েছিলাম। কবিতা শুনে সবাই হাততালি দিয়ে আমাকে উৎসাহিত করেছিল। সত্যিই সেদিন খুব মজা হয়েছিলো।
We had a wonderful time at our Team Building Program-4. During the team introduction session at Hotel Radisson Blu, I had the opportunity to recite one of my own poems in the presence of our COO and MAA Sir. The audience responded with warm applause, which made the moment truly enjoyable. It was indeed a memorable and fun-filled day.)
