Logo1

ভালো মানুষ -০১

ভালো মানুষের একটা লিস্ট করছি!! যেখানেই যাকে ভালো কিছু করতে দেখছি তাকেই নোট বইয়ে বুক করছি!! নামধাম লিখে তার বর্ণনা দিয়ে রাখছি!!

আজকে কড়া রোদে বনানী যাওয়ার সময় দেখালাম এক চাইনিজ নাক বোচা রিকশায় হুড উঠিয়ে যাচ্ছে আর তার হাতের ছাতা ধরে আছে রিকশাআলার মাথার উপর! লজ্জা পেলাম খুব, আমার রিকশার হুড ফেলে দিলাম, রিকশাআলা আর আমি দুজনেই গায়ে রোদ মেখে এগিয়ে যেতে লাগলাম!! নোট বইয়ে চাইনিজ বেটার নাম উঠালাম “নাক বোচা” নামে!!

শাহবাগে বন্ধুর অপেক্ষায় বিড়ি ফুকতে ফুকতে চোখ গেলো এক বালিকার উপরে!! সুন্দরী বালিকা নিজ হাতে ভাত খাইয়ে দিচ্ছে এক বৃদ্ধাকে!! বালিকার পোশাক বলে সে বৃদ্ধার সমাজের কেউ নয় আর বৃদ্ধার পোশাকহীন দেহ আমাকে জানিয়ে দিচ্ছে সেই আমার বাংলাদেশ!! যাইহোক নোট বইয়ে বালিকার নাম দিলাম “একজন মমতাময়ী”!!

শাহবাগে আরেকটা ছেলেকে দেখলাম বসে বসে বেলি ফুলের মালা বানাচ্ছে!! পাশে এক ছোট মেয়ে বসে আছে!! মেয়েটার লাল চুল আর পরনে ছেড়া জামা!! ছেলেটা মেয়েটাকে ফুল বানিয়ে দিচ্ছে আর বলছে, কষ্টের টাকা দিয়ে ফুল কিনে মালা বানায়া দিতেছি সব বিক্রি করে আসবি, আর বিক্রি শেষ করে ভাত খাবি আর যদি তোরে দেখি ভিক্ষা করতে তাইলে তোর খবর আছে!! বিকেলে কাজ শেষে স্কুলে চলে আসবি!! বুঝছিস? মেয়েটা মাথা নেরে বুঝে ফুল হাতে চলে গেলো!! আমি ছেলেটাকে বললাম, ভাই ফুল কিনে না দিয়েতো আপনি মেয়েটাকে খাবার কিনেই দিতে পারতেন!! ছেলেটা বলল, ভাই আমি দশ বারোটা ছেলে মেয়ে পড়াই এদের সবাইকে নিজের পকেটের টাকা দিয়ে খাবার কিনে দেয়ার সামর্থ্য আমার নাই, তাই এদের ফুল কিনে মালা বানিয়ে দেই তাতেই এদের খাবার হয় আর যে টাকা বাচে তা দিয়ে এরপর দিন আবার ফুল কিনে দেই!! আর বিকেল হলে এদের পড়তে বসাই!! ছেলেটার নাম ভালো মানুষের লিষ্টে উঠানোর আগে তার হাত ছুয়ে দেখলাম!! ভালো মানুষের ছোয়ায় নিজে যদি ভালো হই!

ভালো মানুষের তালিকায় নাম দিলাম সালমার!! আহত পুলিশকে ওড়না দিয়ে কাধে বেধে সালমা দেখিয়ে দিলো নারী শুধু সংসারের ভার কাধে নেয় না, নেয় মৃত প্রায় সমাজেরও!!

যোগ হলো হাসানের নাম!! রং তুলি দিয়ে ছড়িয়ে দিচ্ছে যৌতুক বিরোধী আন্দোলন!! যেখানে পারছে লিখে যাচ্ছে “যৌতুক নেয়া আর ভিক্ষা চাওয়া এক জিনিস”!!

জয়নাল সাহেবের দায়িত্ব হচ্ছে মানুষ গড়ার!! পানি পার হয়ে ছাত্র ছাত্রীরা স্কুলে আসতে পারতেছে না তাই নিজেই নৌকা নিয়ে নেমে গেলেন পানিতে!! শিক্ষক থেকে হলেন মাঝি! মানুষ গড়ার কারিগর মানুষ গড়ছেন মাঝি হয়ে!! জয়নাল সাহেব আমন্ত্রণ আপনাকে ভালোমানুষের তালিকাতে!!

ভালোমানুষের তালিকাতে নাম দিলাম কিছু শিখ মানুষের!! লন্ডনে রায়োটের সময় মুসল্লিদের নামাজের সময় যেন কেউ মুসল্লিদের ক্ষতি করতে না পারে তা তাই মসজিদের বাহিরে লাঠি হাতে দাড়িয়ে পাহারা দিচ্ছিলো কিছু শিখ মানুষ!! আমি সিওর সেই দিন মুসল্লিদের নামাজের দোয়ায় ছিলো “করুনাময় তোমার রহমতের দড়জা খুলে দাও ওই শিখ ভাইদের জন্যে যারা তোমাকে সেহ্জদা দেয়ার সময় নিরাপদে রেখেছিলো আমাকে”

নাহ্!! ভালোমানুষের সংখ্যাতো এত কম না!! নোট বইয়ে একের পর এক নাম যোগ হচ্ছে!! আচ্ছা এই ভালোমানুষের নাম গুলো দিয়ে কি করবো? এই ভালোমানুষের নামের নোট বইটা তুলে দিবো ছেলেমেয়ের হাতে!! শোনো পোলাপান, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই!! জীবনে কিছু হতে হলে নোট বইয়ের এই মানুষ গুলার মত হইও!! যদি কখনো রাস্তায় এই মানুষ গুলার সাথে দেখা হয় দৌড়ে গিয়ে তাদের হাত ছুয়ে বলবে, “আমার মাথায় হাত রেখে একটু দোয়া করবেন, যেন আমি মানুষ হই”!!

জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আগে মানুষ হওয়াটা খুব জরুরি!! খুব জরুরি!!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *