– মোঃ তৌহিদুর রহমান
মনফুলগুলো ইদানিং
– মোঃ তৌহিদুর রহমান
উদাস দুপুর,
অনেকদিন প্রাণখুলে কথা বলা হয় না।
অট্ট হাসিতে ফেটে পড়া হয় না,
গান গাওয়া হয় না,
শিল্প-সাহিত্যের চর্চা করা হয় না।
তাহলে কি মনোজগতে আমার
ব্যাপক পরিবর্তন শুরু হয়েছে?
আমার আজন্ম লালিত সব বিশ্বাস,
ভালোবাসা, ভালোলাগার প্রদীপগুলো
কি তবে একে একে নিভে যাবে?
না, আমি তা মনে করি না।
কারণ—
চেয়ে দেখো, সবকিছু আছে আগের মতোই।
স্থান ও পাত্রের বহিরাবয়ব বদলেছে শুধু,
গড়িয়েছে সময়, পাল্টেছে দৃশ্যপট—
কিন্তু অন্তরাত্মার ভেতরে
মনফুলগুলো এখনো ফোটে নীরবে,
নিজস্ব আলোয়,
অদৃশ্য শিখার মতো দীপ্ত হয়ে।
১৩.৫.২৪
