স্পর্শ

– মোঃ তৌহিদুর রহমান


স্পর্শ
– মোঃ তৌহিদুর রহমান

আজি প্রাণে লেগেছে
দক্ষিণা হাওয়ার ছোঁয়া,
বসন্তের সাজে সেজেছে
ভুবন জুড়ে নতুন রঙ-ঢেউ।

ভালোবাসার রঙতুলিতে
জেগেছে যৌবন—
কি নামে ডাকবো তোমায়?
অধরা? অপ্সরা? নাকি উর্বশী তুমি,
কেন রেখেছিলে এতকাল
নিজেকে অবগুন্ঠিত করে?

আহা মরি মরি! একি অপরূপ রূপ!
লভিনি আগে কোনোদিন—
কোথা লুকিয়ে ছিলে এতকাল,
নিজেকে আড়ালের আবরণে ❣️

লহ প্রেম মোর,
লভিতে স্বর্গোদ্যান;
তব প্রেমে হয়েছি বিলীন,
মরু থেকে মরুদ্যান।।

ফেব্রুয়ারি ১২, ২০২৪।।


this poem has been written on the occasion of the Beximco Pharma Factory’s transformation, following the completion of the road marking work, as the factory emerges from its old from to new look.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *