রহস্য
— মোঃ তৌহিদুর রহমান
আমি জানি আমি কি,
তুমি জানোনা।
তুমি জানো তুমি কি,
আমি জানিনা।
তোমার আমার জানাজানি
মানুষ জানেনা,
তোমার আমার জানাজানি
মানুষ ভাবেনা।
মানুষ চেনে তোমাকে,
আমাকে চিনেনা।
আমি চিনি তোমাকে,
মানুষ জানেনা।
তুমি আমাকে জানো, কিন্তু
খুঁজতে চাওনা।
আমি তোমাকে জানি, কিন্তু
খুঁজেও পাইনা।
জানাজানির পালা
আমাদের শেষ হয়না।
তোমার পাল্লায় আমার মাপ
বুঝে পাইনা।
তুমি ব্যস্ত, আমি ব্যস্ত,
ব্যস্ত সারাদিন।
ভ্যালু অ্যাড করছি কিনা
ভাবি রাতদিন।
ভ্যালু অ্যাড করে থাকে
শুধু প্রোডাকশন,
আমরা শুধু করি
অপ্রয়োজনীয় অপচয় বিয়োজন।
