নিভৃত ডাক
মোঃ তৌহিদুর রহমান
এই শুনছো? শুনতে কি পাচ্ছো আমার কথা?
অন্তর গহীন থেকে কে যেন ডাক দিয়ে যায় থেকে থেকে
ছায়াহীন, অস্তিত্বহীন, অথচ কি নির্ভিক, দৃঢ় চিত্তে…
সে কি আমি? নাকি আমারই ভুলে যাওয়া সত্ত্বা?
কখনো সে কান্নায় ভেজায় নীরব রাত,
কখনো সে ঝড় তোলে সাহসের প্রহরজাত।
জীবনের ভিড়ে আমি যাকে খুঁজি,
সে কি মুখ লুকিয়ে রয় আমারই রক্তস্রোতে সুপ্ত?
আমি যাকে ভালোবাসি,
সে কি আমি নই?
যার কাঁধে হাত রাখি,
ভরসা খুঁজি, শান্তি পাই—
সে কি আমারই অন্তরের দীপ্ত ভাষা,
নাকি অজানা কষ্টের চিরচেনা আশ্বাসা?
দিন শেষে আকাশে যে তারা জ্বলে,
তার আলোতে কি আমারই চোখ রোলে?
তাইতো আজ নিজেকে বলি সাহস করে—
চেনো, নিজেকে চিনে নাও সেই অদৃশ্য নায়ককে ভিতরে।
এই শুনছো?
এবার জবাব দাও নিঃশব্দে,
আমি আসছি—তোমাকে চিনতে,
ছুঁতে হৃদয় গভীর স্থলে।
১৭.৫.২০২৫

