3d3bc5dd-f847-458e-b05e-707cc6a87811

রাফির মেয়ের চোখে লিপিকে খুঁজি

রাফির মেয়ের চোখে লিপিকে খুঁজি

  • মোঃ তৌহিদুর রহমান।

আমি তো হয়েছি নানা বহুবার,
হ্যাপীর কাব্য, পপির বিভা দিয়েছে সেই উপহার।
তবু আজকের দিন এক আলাদা আলো,
হারানো বোনের ছবি আজ খেলে চোখের পালো।

বাড়ি ভরে এলো খুশির সংবাদ,
রাফির ঘরে এলো সোনালী ভোরের আবাদ।
নতুন এক প্রাণ, এক ফুলের কুঁড়ি—
জন্ম নিলো আমার বোন লিপির স্মৃতির ঝুড়ি।

লিপি, তুমি যে ছিলে আমার হৃদয়ের গান,
তোমার হাসি, তোমার ছায়া ছিলো অফুরান।
তোমার সেই ছায়া আজ রাফির কন্যায় মেলে,
তোমার স্নেহ যেন বাতাসে খেলে।

এই শিশুর কানে বাজে তোমার গান,
তার চোখে দেখি তোমার সন্ধ্যাবেলার জান।
এই নতুন প্রাণে তুমি ফিরেছো ফিরে,
আমার বুকজুড়ে তুমিই আছো ধীরে ধীরে।

নতুন পাতায় লেখা হলো প্রিয় নামের ছায়া,
রাফির মেয়েতে বেঁচে থাকো তুমি, চিরায়ু মায়া।
আজ আমি শুধু নানা নই, এক স্মৃতির পাহারাদার,
তোমার ভালোবাসা রইলো তার প্রতিটি প্রহর জুড়ার।

আরও এক বিশেষ উপলক্ষ এলো ঘরে ঘরে,
আমাদের জেনারেশনে নতুন অতিথি এলো ধরণির তরে।
প্রজন্মের ধারা এগিয়ে চলেছে প্রাণে প্রাণে,
নতুন পাতায় লেখা হলো ইতিহাসের নতুন গানে।

আজ আমি শুধু নানা নই, এক বংশের উত্তরসূরির সাথী,
লিপির ভালোবাসা বুনে রাখবো এই শিশুর বুকে জাঠি।
তার চোখে খুঁজবো স্মৃতির রং, সময়ের হারানো গান,
এই সন্তানেই জেগে উঠবে লিপির অতুল স্পন্দন-প্রাণ।

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *