মা
— মোঃ তৌহিদুর রহমান
মায়াভরা তুমি,
মমতাময়ী তুমি,
অন্তহীন স্নেহের ধারা।
মা তুমি মা,
তোমার তুলনা—
খুঁজি বিশ্ব মাঝে বারম্বারা।
আছে যত প্রেম,
আছে যত আলো,
সবই ম্লান তোমার চরণতলে।
মা, তুমি অনন্ত আশ্রয়,
চির অমলিন, চির অপরাজেয়।
মা
— মোঃ তৌহিদুর রহমান
মায়াভরা তুমি,
মমতাময়ী তুমি,
অন্তহীন স্নেহের ধারা।
মা তুমি মা,
তোমার তুলনা—
খুঁজি বিশ্ব মাঝে বারম্বারা।
আছে যত প্রেম,
আছে যত আলো,
সবই ম্লান তোমার চরণতলে।
মা, তুমি অনন্ত আশ্রয়,
চির অমলিন, চির অপরাজেয়।