এপ্রেইজাল

এপ্রেইজাল

  • মোঃ তৌহিদুর রহমান

বছর ঘুরে আবার এলো সেই দিন,
ফাইল ঘাঁটা, রিপোর্ট লেখা শুরু হলো তিন।
বসের চোখে কে প্রিয় আজ,
সেই ভাবনায় অফিসে বাজে সুরের সুরলাজ।

“তুমি খুব সিনসিয়ার, তবে আরেকটু করো ট্রাই…”
এই বলে বস দিলেন, গলা একটু টানাই।
পিছনের জন পেলো ইনক্রিমেন্ট পাঁচ,
আর তুমি চেয়ে রইলে—হাসি মুখে হাঁচ!

কে করেছে ওভারটাইম, কে লিখেছে প্ল্যান,
সবই হারিয়ে যায়, যদি না থাকে ‘ম্যান’-এর মান।
সেমিনার, ট্রেনিং, টিমওয়ার্কের গান,
সবই বৃথা, যদি না বাজে বসের তান।

HR বলল, “এই প্রক্রিয়া খুব ফেয়ার!”
আর তুমি ভাবো, “দেখছি শুধু ধোঁকার এক লেয়ার!”
তবু আবারো লিখো, SWOT আর Goal,
জীবনটা বুঝি এপ্রেইজালেরই scroll।

তবুও স্বপ্ন দেখি, একদিন আসবে সেই রাত,
যখন boss বলবে—“তুমি সত্যিই great asset!”
তখন হাসবে মন, দূর হবে হতাশা,
ফিরে আসবে office-এ আবারও
আশার আলোর প্রত্যাশা ।।

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *