Logo1

বিশ্বাসের আলো

🌟 বিশ্বাসের আলো

✍️ মোঃ তৌহিদুর রহমান

জীবনের পথে পথিক আমি, বহি ভাঙা স্বপ্নের ভার,
আশার প্রদীপ নিভে গেলে, কে দেয় সান্ত্বনার?
চোখের জলে ধুয়ে যায়, ক্লান্ত হৃদয়ভূমি,
তবুও ভেতরে বাজে সুর—“ভয় কোরো না তুমি।”

দেখি না তো, ছুঁই না তো, তবু অনুভবে থাকো,
ঘন অন্ধকারে একটুখানি আলো হয়ে ডাকো।
আমার ব্যথা, আমার প্রশ্ন, তুমিই জানো সব,
জীবনপথে তোমার প্রভাব সদা করি অনুভব।

বিশ্বাস মানে পরম আলো, যে জ্বলে অন্তরে,
অদৃশ্য হলেও পথ সে দেখায়, সাহসের কণ্ঠস্বরে।
কখনো মানুষ, কখনো ঈশ্বর—রূপ নেয় নানা ধাঁচে,
বিশ্বাসে মানুষ হয় বলিয়ান—ভাঙেনা দুঃখের খাঁচে।

যখন পথ হারায় মন, শূন্য লাগে সব,
তখন হৃদয় বলে ওঠে—”আছেন তো মহান রব!”
বিশ্বাস মানে আকাশ ছোঁয়া এক শান্ত মধুর ডাক,
ভয়ও যেখানে থেমে যায়, মুছে দুঃখ-আঁক।

এই যে আমি দাঁড়িয়ে আছি, অথৈ মহাসমূদ্র পাড়ে,
ভরসা শুধু তোমার—ওগো দয়াময়, তব নামটি হৃদয় জুড়ে।
হে প্রভু, হে অদৃশ্য প্রেম, বিশ্বাসেই বাঁচি আমি,
তুমি ছাড়া কেহ নেই যে আমার—তুমিই চিরস্বামী।

3d3bc5dd-f847-458e-b05e-707cc6a87811

রাফির মেয়ের চোখে লিপিকে খুঁজি

রাফির মেয়ের চোখে লিপিকে খুঁজি

  • মোঃ তৌহিদুর রহমান।

আমি তো হয়েছি নানা বহুবার,
হ্যাপীর কাব্য, পপির বিভা দিয়েছে সেই উপহার।
তবু আজকের দিন এক আলাদা আলো,
হারানো বোনের ছবি আজ খেলে চোখের পালো।

বাড়ি ভরে এলো খুশির সংবাদ,
রাফির ঘরে এলো সোনালী ভোরের আবাদ।
নতুন এক প্রাণ, এক ফুলের কুঁড়ি—
জন্ম নিলো আমার বোন লিপির স্মৃতির ঝুড়ি।

লিপি, তুমি যে ছিলে আমার হৃদয়ের গান,
তোমার হাসি, তোমার ছায়া ছিলো অফুরান।
তোমার সেই ছায়া আজ রাফির কন্যায় মেলে,
তোমার স্নেহ যেন বাতাসে খেলে।

এই শিশুর কানে বাজে তোমার গান,
তার চোখে দেখি তোমার সন্ধ্যাবেলার জান।
এই নতুন প্রাণে তুমি ফিরেছো ফিরে,
আমার বুকজুড়ে তুমিই আছো ধীরে ধীরে।

নতুন পাতায় লেখা হলো প্রিয় নামের ছায়া,
রাফির মেয়েতে বেঁচে থাকো তুমি, চিরায়ু মায়া।
আজ আমি শুধু নানা নই, এক স্মৃতির পাহারাদার,
তোমার ভালোবাসা রইলো তার প্রতিটি প্রহর জুড়ার।

আরও এক বিশেষ উপলক্ষ এলো ঘরে ঘরে,
আমাদের জেনারেশনে নতুন অতিথি এলো ধরণির তরে।
প্রজন্মের ধারা এগিয়ে চলেছে প্রাণে প্রাণে,
নতুন পাতায় লেখা হলো ইতিহাসের নতুন গানে।

আজ আমি শুধু নানা নই, এক বংশের উত্তরসূরির সাথী,
লিপির ভালোবাসা বুনে রাখবো এই শিশুর বুকে জাঠি।
তার চোখে খুঁজবো স্মৃতির রং, সময়ের হারানো গান,
এই সন্তানেই জেগে উঠবে লিপির অতুল স্পন্দন-প্রাণ।

blog-1

নিভৃত ডাক

নিভৃত ডাক

মোঃ তৌহিদুর রহমান

এই শুনছো? শুনতে কি পাচ্ছো আমার কথা?
অন্তর গহীন থেকে কে যেন ডাক দিয়ে যায় থেকে থেকে
ছায়াহীন, অস্তিত্বহীন, অথচ কি নির্ভিক, দৃঢ় চিত্তে…
সে কি আমি? নাকি আমারই ভুলে যাওয়া সত্ত্বা?

কখনো সে কান্নায় ভেজায় নীরব রাত,
কখনো সে ঝড় তোলে সাহসের প্রহরজাত।
জীবনের ভিড়ে আমি যাকে খুঁজি,
সে কি মুখ লুকিয়ে রয় আমারই রক্তস্রোতে সুপ্ত?

আমি যাকে ভালোবাসি,
সে কি আমি নই?
যার কাঁধে হাত রাখি,
ভরসা খুঁজি, শান্তি পাই—
সে কি আমারই অন্তরের দীপ্ত ভাষা,
নাকি অজানা কষ্টের চিরচেনা আশ্বাসা?

দিন শেষে আকাশে যে তারা জ্বলে,
তার আলোতে কি আমারই চোখ রোলে?
তাইতো আজ নিজেকে বলি সাহস করে—
চেনো, নিজেকে চিনে নাও সেই অদৃশ্য নায়ককে ভিতরে।

এই শুনছো?
এবার জবাব দাও নিঃশব্দে,
আমি আসছি—তোমাকে চিনতে,
ছুঁতে হৃদয় গভীর স্থলে।

১৭.৫.২০২৫