🌟 বিশ্বাসের আলো
✍️ মোঃ তৌহিদুর রহমান
জীবনের পথে পথিক আমি, বহি ভাঙা স্বপ্নের ভার,
আশার প্রদীপ নিভে গেলে, কে দেয় সান্ত্বনার?
চোখের জলে ধুয়ে যায়, ক্লান্ত হৃদয়ভূমি,
তবুও ভেতরে বাজে সুর—“ভয় কোরো না তুমি।”
দেখি না তো, ছুঁই না তো, তবু অনুভবে থাকো,
ঘন অন্ধকারে একটুখানি আলো হয়ে ডাকো।
আমার ব্যথা, আমার প্রশ্ন, তুমিই জানো সব,
জীবনপথে তোমার প্রভাব সদা করি অনুভব।
বিশ্বাস মানে পরম আলো, যে জ্বলে অন্তরে,
অদৃশ্য হলেও পথ সে দেখায়, সাহসের কণ্ঠস্বরে।
কখনো মানুষ, কখনো ঈশ্বর—রূপ নেয় নানা ধাঁচে,
বিশ্বাসে মানুষ হয় বলিয়ান—ভাঙেনা দুঃখের খাঁচে।
যখন পথ হারায় মন, শূন্য লাগে সব,
তখন হৃদয় বলে ওঠে—”আছেন তো মহান রব!”
বিশ্বাস মানে আকাশ ছোঁয়া এক শান্ত মধুর ডাক,
ভয়ও যেখানে থেমে যায়, মুছে দুঃখ-আঁক।
এই যে আমি দাঁড়িয়ে আছি, অথৈ মহাসমূদ্র পাড়ে,
ভরসা শুধু তোমার—ওগো দয়াময়, তব নামটি হৃদয় জুড়ে।
হে প্রভু, হে অদৃশ্য প্রেম, বিশ্বাসেই বাঁচি আমি,
তুমি ছাড়া কেহ নেই যে আমার—তুমিই চিরস্বামী।



