একটি সিভির গল্প


একটি সিভির গল্প

– মোঃ তৌহিদুর রহমান

আমি এক সিভি, কাগজের পাতায়,
বুকে লেখা স্বপ্ন, পথের কথা যায়।
জন্ম আমার পড়ার ঘরে,
কলমের খোঁচায় জীবন ভরে।

রাজশাহী থেকে পড়ার শুরু,
ভূগোলের পাতায় জ্ঞান হলো গুরু।
তারপর ফার্মাসি, ওষুধের ভাষা,
কারাগারের দেয়ালে জন্মেছিল আশা।

বিসিএসের মাঠে খেলেছি দু’বার,
ভাইভা পর্যন্ত গিয়ে হার মানার খবর।
হার মানিনি, চলেছি দূর,
নতুন স্বপ্নে জ্বালিয়েছি সুর।

এমবিএ করলাম, নতুন দিগন্ত,
এইচআর শেখা হলো এক অনন্ত।
আইনের পাতায় নাম লিখেছি,
নতুন কিছু শিখে পথ দেখেছি।

বেক্সিমকোতে কাজের ধারা,
পনেরো বছর, ঘাম ঝরা সারা।
কাজের চাপ, স্বপ্নের আশা,
তবু থেকে যায় প্রাপ্তির ভাষা।

তবু কেনো আজও বয়ে চলি?
প্রশ্নগুলো মনে জ্বলে,
নতুন কিছু করতে চাই,
স্বপ্ন দেখি নতুন ছলে।

একটি সিভি, শুধু কাগজ নয়,
এখানে লেখা জীবনময়
সংগ্রামের গল্প, এগিয়ে চলা,
সাফল্যের পথে আলোর জ্বলা।


Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *