আমরা প্রশাসন
- মোঃ তৌহিদুর রহমান
আমরা নিত্য সেবা করি
সকাল দুপুর সাঝে
কারখানার ঐ ঘন্টা বাজাই
বিরতিহীন ভাবে
সঞ্চারিতে প্রাণ, করি সাংস্কৃতিক অনুষ্ঠান
পিকনিক, ইনডোর গেমস আছে যত
দিন কেটে যায় নব আমেজে
ক্লান্তি লাগেনা তত
সেজেছি ধোপা, হয়েছি ক্লিনার
করেছি বাগান, ধরেছি মেকার
গাড়ির চাকার লিক সারিয়ে
স্ক্র্যাপ সরাই প্রতিদিন
দিন কেটে যায় মহানন্দে
ভাবনাহীন প্রতিদিন
ভোর সকালে বের হয়ে ফিরি
বাসায় সন্ধ্যাবেলায়
কত কিছুই সামলাতে হয়
হেসে অবলীলায়
কঠিন মেহেনত, শত উদ্যোগ
নিতে হয় মাঠে নেমে
সব কিছু করা যায় কি প্রকাশ
রয়ে যায় অন্তরালে
স্টেশনারি ও ফটোকপির সেবা
নাইবা বললাম মুখে
তিরিশ দিনের পরিবহন সেবা
গাঁথা আছে এমপ্লয়িদের বুকে
বাবুর্চী, মেসিয়ার হয়ে মোরা
অন্ন তুলে দেই মুখে,
মন ভরে যায় যখন দেখি
তারা ‘চা’ খায় পরম সুখে
মালী হয়ে ফোটাই মোরা
বাগানের যত ফুল
ঝাড়ুদার হয়ে করি পরিস্কার
যেখানে আছে যত ময়লা, ঝুল।
জয়েন করাই, রিজাইন নেই
ট্রেনিং করাই, এপ্রন দেই
নিত্য নতুন মুখ
কলকাকলিতে ভরে থাকে
আমাদের এই বুক
হাসি মুখে সামলাই মোরা
ট্রেড ইউনিয়নের দাবী
ভিজিটরদের সম্মান আপ্যায়নে
খুলে যায় অপার সম্ভাবনার চাবি।
সুস্বাস্থ্য নিশ্চিতে বছর শেষে
সকলের করাই হেলথ চেকাপ,
লক্ষ্য থাকে সুস্থ দেহে-মনে
উৎপাদনে অংশ নিবো যে সবাই।
কঠিন হতে হই বাধ্য অসন্তোষ, অসদাচরনে
কোমল হয়ে যাই মোরা
মাতৃত্বকালীন ছুটি ও চাকুরী অবসানে
কঠিন-কোমলে মিশ্র হৃদয়
আমরা প্রশাসন
ছাড় দেইনা নিরাপত্তা ও শৃঙ্খলার প্রশ্নে
চালু রাখতে নিরবিচ্ছিন্ন উৎপাদন।
০৮.০১.২০২২

Excellent.