খুব মনে পড়ে


✦ খুব মনে পড়ে

– মোঃ তৌহিদুর রহমান

খুব মনে পড়ে সেই দিনের কথা,
যেদিন মিলেছিলাম সবে—
আপন অঙ্গনে, মনের গহিনে,
দুলে উঠেছিল ভুবন এ ভবে।

আহা, কত উচ্ছ্বাস!
প্রাণের স্পন্দন!
কত শ্বাস নিয়েছিলাম প্রাণভরে!
হঠাৎ আজিকে করছি স্মরণ—
বারবারই মনে পড়ে।

তোমাতে-আমাতে জমেছিল প্রেম,
বিশ্বাস আর ভালোবাসা;
তুমি ছাড়া বলো, চলে কি করে,
আমরা তো বন্দী একই ফ্রেমে ভাসা।

একি অপরূপ সাজে সেজেছিলাম মোরা,
আজো অমলিন সেই দিন;
মুছবে না কোনোদিন, হারাবে না কভু,
দল গঠনের সে অমূল্য ঋণ।

২৯.১০.২০২২


মনফুলগুলো ইদানিং 

– মোঃ তৌহিদুর রহমান


মনফুলগুলো ইদানিং
– মোঃ তৌহিদুর রহমান

উদাস দুপুর,
অনেকদিন প্রাণখুলে কথা বলা হয় না।
অট্ট হাসিতে ফেটে পড়া হয় না,
গান গাওয়া হয় না,
শিল্প-সাহিত্যের চর্চা করা হয় না।

তাহলে কি মনোজগতে আমার
ব্যাপক পরিবর্তন শুরু হয়েছে?
আমার আজন্ম লালিত সব বিশ্বাস,
ভালোবাসা, ভালোলাগার প্রদীপগুলো
কি তবে একে একে নিভে যাবে?

না, আমি তা মনে করি না।
কারণ—
চেয়ে দেখো, সবকিছু আছে আগের মতোই।
স্থান ও পাত্রের বহিরাবয়ব বদলেছে শুধু,
গড়িয়েছে সময়, পাল্টেছে দৃশ্যপট—
কিন্তু অন্তরাত্মার ভেতরে
মনফুলগুলো এখনো ফোটে নীরবে,
নিজস্ব আলোয়,
অদৃশ্য শিখার মতো দীপ্ত হয়ে।

১৩.৫.২৪


স্পর্শ

– মোঃ তৌহিদুর রহমান


স্পর্শ
– মোঃ তৌহিদুর রহমান

আজি প্রাণে লেগেছে
দক্ষিণা হাওয়ার ছোঁয়া,
বসন্তের সাজে সেজেছে
ভুবন জুড়ে নতুন রঙ-ঢেউ।

ভালোবাসার রঙতুলিতে
জেগেছে যৌবন—
কি নামে ডাকবো তোমায়?
অধরা? অপ্সরা? নাকি উর্বশী তুমি,
কেন রেখেছিলে এতকাল
নিজেকে অবগুন্ঠিত করে?

আহা মরি মরি! একি অপরূপ রূপ!
লভিনি আগে কোনোদিন—
কোথা লুকিয়ে ছিলে এতকাল,
নিজেকে আড়ালের আবরণে ❣️

লহ প্রেম মোর,
লভিতে স্বর্গোদ্যান;
তব প্রেমে হয়েছি বিলীন,
মরু থেকে মরুদ্যান।।

ফেব্রুয়ারি ১২, ২০২৪।।


this poem has been written on the occasion of the Beximco Pharma Factory’s transformation, following the completion of the road marking work, as the factory emerges from its old from to new look.

একটি সিভির গল্প


একটি সিভির গল্প

– মোঃ তৌহিদুর রহমান

আমি এক সিভি, কাগজের পাতায়,
বুকে লেখা স্বপ্ন, পথের কথা যায়।
জন্ম আমার পড়ার ঘরে,
কলমের খোঁচায় জীবন ভরে।

রাজশাহী থেকে পড়ার শুরু,
ভূগোলের পাতায় জ্ঞান হলো গুরু।
তারপর ফার্মাসি, ওষুধের ভাষা,
কারাগারের দেয়ালে জন্মেছিল আশা।

বিসিএসের মাঠে খেলেছি দু’বার,
ভাইভা পর্যন্ত গিয়ে হার মানার খবর।
হার মানিনি, চলেছি দূর,
নতুন স্বপ্নে জ্বালিয়েছি সুর।

এমবিএ করলাম, নতুন দিগন্ত,
এইচআর শেখা হলো এক অনন্ত।
আইনের পাতায় নাম লিখেছি,
নতুন কিছু শিখে পথ দেখেছি।

বেক্সিমকোতে কাজের ধারা,
পনেরো বছর, ঘাম ঝরা সারা।
কাজের চাপ, স্বপ্নের আশা,
তবু থেকে যায় প্রাপ্তির ভাষা।

তবু কেনো আজও বয়ে চলি?
প্রশ্নগুলো মনে জ্বলে,
নতুন কিছু করতে চাই,
স্বপ্ন দেখি নতুন ছলে।

একটি সিভি, শুধু কাগজ নয়,
এখানে লেখা জীবনময়
সংগ্রামের গল্প, এগিয়ে চলা,
সাফল্যের পথে আলোর জ্বলা।


A Remarkable Milestone of BPL Factory Administration: Vendor Staff Management Software (VSMS)

Background:

Following the historic mass movement on July 24 and the August 5 uprising, Beximco Pharma, like other leading industrial organizations in the country, faced conspiracies and destabilization attempts from various opportunistic groups. Alhamdulillah, thanks to the prudent leadership, courageous decisions, and far-sighted actions of our Management, the situation was swiftly brought under control.

As part of that resilience, a sustainable, lawful, and groundbreaking solution was introduced in vendor workforce management. Today, nearly 1,400 vendor staff are working in an organized, stable, and secure environment through the following reputed agencies:

✅ Sublime Facilities Management Ltd. &
✅ Munshi HR Solutions Ltd.

On this occasion, my heartfelt gratitude and deep respect go to:
✅ Brig. Gen. Md. Mehbubul Haque (Retd.) ED, FAD
✅ Md. Arshad Ali Bhuiyan, Head of HR, BCD
✅ Maj. Md. Safin Ahmed (Retd.), Manager, FAD

And to all our dedicated colleagues — your patriotism, sense of responsibility, and exemplary leadership will remain an eternal source of inspiration.

May Almighty Allah bless this achievement with sustainability, continued productivity, and lasting success. Ameen.

2.
The Journey of VSMS (Vendor Staff Management Software)

A new era of modernization and digital transformation has begun in vendor workforce management through VSMS, a remarkable initiative of the Factory Administration.

With this software, critical processes such as daily attendance, overtime, payroll, attendance bonuses, festival bonuses, leave management, and more — for approximately 1,800 vendor workers across six disciplines (Sublime, Munshi HR, Prime, PCS, Garden, and Garbage) — can now be managed swiftly, accurately, and efficiently.

Key Features:

✅ Manpower Reports
✅ Daily Attendance Reports
✅ Job Card Reports
✅ Payroll Reports
✅ Festival Bonus Reports
✅ Downloadable Essential Forms

Following months of meticulous groundwork, including complex setups for 60 shift types, 12 shift groups, and 59 departmental duty rosters, we are now in the final phase of payroll trials. InshaAllah, the upcoming VS Bill (16/06/25 – 15/07/25) will be generated through VSMS, marking its official launch.

Challenges & Our Commitment:

One of the major challenges we encountered was the lack of uniform shift, duty, and overtime rules across departments, which required customized approaches and solutions. Even now, some challenges may continue to emerge — but we are fully prepared solve the all issues. As we firmly believe in the principle: Rules must be equal for all. There is no greater joy than walking this journey together with unity, discipline, and shared responsibility.

A successful demo of VSMS has already been presented to the representatives of OSD-1 and SSL in the gracious presence of Mehboobul Haque Sir and Safin Bhai.

Throughout this journey, the continuous guidance, directives, and encouragement from Safin Bhai played a pivotal role in timely completion.

I would also like to sincerely thank and express deep appreciation to our dedicated MIS Team — without their technical expertise, tireless support, and commitment, this achievement would not have been possible.

InshaAllah, the successful implementation of VSMS will bring about greater transparency, operational excellence, and enhanced productivity in our labor management system.

3.
Shift Overview:

Our shift structures are diverse and include A, 7AM, G, AD/BD, B, E, C, AN/BN, and Ramadan Shifts, each carefully designed to meet operational requirements.

All departmental responsible representatives can conveniently log into VSMS from their desktops to instantly observe all the VS billing information and make prompt decisions.

Moreover, for any VSMS-related queries or operational concerns, my team and me are always ready to assist.

With heartfelt thanks and best wishes to everyone, I humbly conclude this message here.


Md. Touhidur Rahman, Deputy Manager, Factory Administration, Beximco Pharmaceuticals Ltd.
01.07.2025

বিপিএল কারখানা প্রশাসনের অনন্য অর্জন: Vendor Staff Management Software (VSMS)

-মোঃ তৌহিদুর রহমান।

১.
চব্বিশের জুলাইয়ের গণআন্দোলন ও ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের অরাজকতা ও ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর মতোই বেক্সিমকো ফার্মাকেও অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়। আলহামদুলিল্লাহ, সে সময় আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিচক্ষণতা, সাহসী পদক্ষেপ ও সুদূরপ্রসারী সিদ্ধান্তের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

এরই ধারাবাহিকতায় ভেন্ডর শ্রমিক ব্যবস্থাপনায় গৃহীত হয় যুগান্তকারী, টেকসই ও আইনসিদ্ধ সমাধান। বর্তমানে দুইটি স্বনামধন্য প্রতিষ্ঠান—
✅ Sublime Facilities Management Ltd.
✅ Munshi HR Solutions Ltd.
এর মাধ্যমে প্রায় ১৫০০ ভেন্ডর শ্রমিক সুসংগঠিতভাবে কাজ করছেন, যা আমাদের উৎপাদন পরিবেশকে করেছে আরও নিরাপদ ও স্থিতিশীল।

এ সংকটকালে সাহসিকতা, নেতৃত্ব ও কর্মদক্ষতার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই:
✅ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ মেহবুবুল হক, এক্সিকিউটিভ ডিরেক্টর, কারখানা প্রশাসন
✅ মোঃ আরশাদ ভূঁইয়া, এক্সিকিউটিভ ডিরেক্টর এন্ড হেড অব এইচআর, বিসিডি
✅ মেজর (অব.) সাফিন আহমেদ, ম্যানেজার, কারখানা প্রশাসন
এবং নিবেদিতপ্রাণ সকল সহযোদ্ধাদের প্রতি।

তাঁদের দেশপ্রেম, দায়িত্ববোধ ও নেতৃত্ব আমাদের জন্য চিরকালীন অনুপ্রেরণা। মহান আল্লাহপাক আমাদের এ অর্জন ও উৎপাদনশীলতাকে টেকসই এবং আরো গতিশীল রাখুন। আমিন।

২.
কারখানা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ভেন্ডর স্টাফদের শ্রম ব্যবস্থাপনার আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের নতুন অধ্যায় — ভিএসএমএস (Vendor Staff Management Software)।

এর মাধ্যমে অত্যন্ত স্বল্প সময়ে অত্যাধুনিক পদ্ধতিতে প্রায় ১,৫০০ জন শ্রমিকের দৈনিক হাজিরা, ওভারটাইম, মাসিক বেতন, হাজিরা বোনাস, ফেস্টিভ্যাল বোনাস, ছুটির হিসাবসহ শ্রম ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কার্যক্রম অত্যন্ত নির্ভুলভাবে পরিচালনা করা সম্ভব হবে।

এছাড়াও রয়েছে:
✅ ম্যানপাওয়ার রিপোর্ট
✅ ডেইলি এ্যাটেন্ড্যান্স রিপোর্ট
✅ জব কার্ড রিপোর্ট
✅ পেরোল রিপোর্ট
✅ ফেস্টিভ্যাল বোনাস রিপোর্ট জেনারেট করার সুবিধা সহ
✅ প্রয়োজনীয় ফর্ম ডাউনলোড করার অপশন

গত ১/১২/২০২৪ তারিখে চালু হওয়া ভেন্ডর স্টাফদের মাল্টিপল শিফট (60) types) ও শিফট গ্রুপ (12 groups) ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্টাল ডিউটি রোস্টার ম্যানেজমেন্ট (59 Depts/Section), ডিপার্টমেন্টাল মনিটরিং এ্যাক্সেস এর প্রয়োজনীয় কাজ শেষে পে-রোল তৈরীর ট্রায়াল শেষ পর্যায়ে। চলতি মাসের ভিএস বিল (১৬/৬/২৫-১৫/৭/২৫) সফটওয়্যার জেনারেট করার মাধ্যমে এর যাত্রা শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।

শিফট, ডিউটি এবং ওটির ক্ষেত্রে ডিপার্টমেন্ট সমূহের মধ্যে অভিন্ন কোন নিয়ম না থাকায় ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে ভিন্ন ভিন্ন নিয়ম প্রতিপালিত হওয়ায় Vendor Staff Management Software এর কাজ শেষ করতে গিয়ে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এবং হচ্ছে। আগামীতেও হয়তো আরো কিছু চ্যালেঞ্জ আসবে – সেগুলোও মোকাবেলা করার যথেষ্ট মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছি৷ নিয়ম সবার জন্য সমান — এই নীতিকে সামনে রেখে শৃঙ্খলার সাথে সবাই মিলে একসাথে পথ চলার চেয়ে আনন্দের কিছু নাই।

ইতোমধ্যে সম্মানিত মেহবুব স্যার এবং সাফিন ভাইয়ের উপস্থিতিতে ওএসডি-১ ও এসএসএল বিভাগের প্রতিনিধিদের সামনে ভিএসএমএস-এর একটি সফল ডেমো উপস্থাপন করা হয়েছে।

এই সফটওয়্যার বাস্তবায়নের পুরো প্রক্রিয়ায় সাফিন ভাইয়ের ধারাবাহিক পরামর্শ, ভেন্ডর প্রতিনিধিদের প্রতি তাঁর নির্দেশনা ও তাগাদা আমাকে নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে।

অন্যদিকে, সার্বক্ষণিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এমআইএস টিমকে। তাঁদের সহযোগিতা, কারিগরি দক্ষতা এবং নিবেদিত প্রচেষ্টা ছাড়া এই সফটওয়্যার বাস্তবায়ন কখনোই সম্ভব হতো না।

ইনশাআল্লাহ, ভিএসএমএস-এর সফল বাস্তবায়নের মাধ্যমে আমাদের শ্রম ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা, গতিশীলতা ও উৎপাদনশীলতা নিশ্চিত হবে।

৩.
শিফট কাহন (Shift Description):

★ A Shift Group: ===> (3 types)
(1) A=6:00-14:00-22:00 (Working day duty & OT)
(2) AH=6:00-22:00 (Holiday OT)
(3) PCS-A=6:00-5:00-10:00 (Working day duty & OT for PCS)

★ 7AM Shift Group:* ===>(4 types)
(4) 7AM=7:00-16:15-22:00 (Sunday-Thursday duty & OT)
(5) 7S=7:00-16:00-22:00 (Saturday duty & OT)
(6) 7H=7:00-22:00 (Holiday OT)
(7) PCS=7:00-18:00-22:00 (Working day duty & OT for PCS)

★ G Shift Group: ===> (8-22; 15 types)
(8) G = 8:00-17:15-22:00 (Sunday-Thursday duty & OT)
(9) GS=8:00-17:00-22:00 (Sat. duty & OT)
(10) GH=8:00-22:00 (OSD1 Holiday OT)

(11) G+=8:00-17:15-22:00-6:00 (W.day Duty & Extended OT)
(12) GS+=8:00-17:00-22:00-6:00 (Sat. duty & Extended OT)
(13) GH+=8:00-6:00 (Holiday Extended OT)

(14) PCS-G = 8:00-19:00-22:00 (W.day Duty & OT for PCS)

AD-BD
AD=A group Day & BD=B group Day
(Alternate Weekly Day Shift Duty for OSD1 & SSL)

(15) AD(MFG)= 8:00-22:00
(16) AD(SPK) = 8:00-22:00
(17) AD(SSL1) = 8:00-22:00
(18) AD (SSL2) = 8:00-22:00
(19) BD(MFG) = 8:00-22:00
(20) BD(SPK) = 8:00-22:00
(21) BD(SSL1) = 8:00-22:00
(22) BD (SSL2) = 8:00-22:00

★ B Shift Group: ===>(4 types)
(23) B = 14:00-22:00 (W.day Duty)
(24) B+=14:00-22:00-8:00 (Working day duty & Extended OT)
(25) BH=14:00-22:00 (Holy Day OT)
(26) BH+=14:00-22:00-8:00 (Holiday Extended OT)

★ E Shift Group: ===> (Evening Shift)
(3 types)
(27) E = 17:15-1:15-8:00 (W.day Duty & OT)
night allowance 60/-
(28) ES=17:00-1:00-8:00 (Sat. duty & OT)
night allowance 60/-
(29) EH=17:00-14:00 (Holiday OT)
night allowance 60/-

★ C Shift Group: ==>(Night Shift) (16 types)
(30) C= 22:00-6:00 (Working day duty) night allowance 40/-
(31) Cp = 22:00-6:00 (working day duty) night allowance 45/- (for PCP & API only)
(32) C+= 22:00-6:00-8:00 (Working day duty+OT) night allowance 60/-
(33) C++= 22:00-6:00-8:00-17:00 (Working day duty+ Extended OT) night allowance 60/-
(34) C2 =20:00-6:00-8:00 (OSD2 Night Shift duty & OT) night allowance 60/-
(35) PCSN= 17:00-4:00-8:00 (PCS Night Shift duty & OT)

(36) CH=22:00-6:00 (Holy Day OT) Night allowance 40/-
(37) CHp = 22:00-6:00 (Holy day OT) Night Allowance 45/- for PCP & API
(38) CH+=22:00-6:00-8:00 (Holy Day OT)
night allowance 60/-
(39) CH++=22:00-17:00 (Holiday Extended OT) night allowance 60/-
(40) C2H =20:00-4:00-8:00-14:00 (OSD2 Holiday OT) night allowance 60/-
(41) PCS-NH=17:00-8:00 (PCS Holiday OT)

AN-BN
AN=A group Night &
BN=B group Night

(Alternate Weekly Night Shift Duty for OSD1 & SSL)

(42) AN(MFG) = 22:00-8:00
(43) AN(SPK) = 22:00-8:00
(42) AN(SSL1) = 22:00-8:00
(43) AN(SSL2) = 22:00-8:00
(44) BN(MFG) = 22:00-8:00
(45) BN(SPK) = 22:00-8:00
(46) BN(SSL1) = 22:00-8:00
(47) BN(SSL2) = 22:00-8:00

★ Ramadan Shift:
(48) ARM = 6:00-13:00-9:00
*(49) AHRM = 6:00-9:00 (Holiday OT)
(50) 7RM = 7:00-14:00-9:00
*(51) 7HRM = 7:00-9:00 (Holiday OT)
(52) GRM = 8:00-3:30-9:00
*(53) GHRM = 8:00-9:00 (Holiday OT)
(54) BRM = 13:00-20:00-21.00
*(55) BHRM = 13:00-20:00 (Holiday OT)
(57) CRM = 21:00-4:00-8:00 (OSD1) Night Allowance 60/-
(58) CHRM =21:00-8:00 (Holiday OT) Night Allowance 60/- For OSD1, SSL
(59) CRM+=21:00-4:00-14:00; Night Allowance 60/-
*(60) CHRM+=21:00-14:00; (Holiday OT) Night Allowance 60/-

উল্লেখিত শিফট গ্রুপগুলোর অধীন প্রতিটি শিফট এর রয়েছে প্রায় একই ধরনের কিন্তু একটু আলাদা মজার গল্প! সে গল্প না হয় আরেকদিন বলা যাবে।

দায়িত্বপ্রাপ্ত ডিপার্টমেন্ট প্রতিনিধিগণ তাদের ডেক্সটপে VSMS user Log in করে অনায়াসেই তাদের নিজ ডিপার্টমেন্ট এর ভিএস বিল সংক্রান্ত যাবতীয় বিষয় তাৎক্ষণিকভাবে দেখতে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন।

VSMS রিলেটেড অপারেশন করতে গিয়ে কারো কেনো প্রশ্ন কিংবা কোন সমস্যা হলে তা নিরসনে আমি ও আমার টিম সদা সর্বদা প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ।

পরিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি।

বিনীত –
মোঃ তৌহিদুর রহমান।
ডেপুটি ম্যানেজার
কারখানা প্রশাসন, বেক্সিমকো ফার্মা
০১.০৭.২০২৫

Logo1

বিশ্বাসের আলো

🌟 বিশ্বাসের আলো

✍️ মোঃ তৌহিদুর রহমান

জীবনের পথে পথিক আমি, বহি ভাঙা স্বপ্নের ভার,
আশার প্রদীপ নিভে গেলে, কে দেয় সান্ত্বনার?
চোখের জলে ধুয়ে যায়, ক্লান্ত হৃদয়ভূমি,
তবুও ভেতরে বাজে সুর—“ভয় কোরো না তুমি।”

দেখি না তো, ছুঁই না তো, তবু অনুভবে থাকো,
ঘন অন্ধকারে একটুখানি আলো হয়ে ডাকো।
আমার ব্যথা, আমার প্রশ্ন, তুমিই জানো সব,
জীবনপথে তোমার প্রভাব সদা করি অনুভব।

বিশ্বাস মানে পরম আলো, যে জ্বলে অন্তরে,
অদৃশ্য হলেও পথ সে দেখায়, সাহসের কণ্ঠস্বরে।
কখনো মানুষ, কখনো ঈশ্বর—রূপ নেয় নানা ধাঁচে,
বিশ্বাসে মানুষ হয় বলিয়ান—ভাঙেনা দুঃখের খাঁচে।

যখন পথ হারায় মন, শূন্য লাগে সব,
তখন হৃদয় বলে ওঠে—”আছেন তো মহান রব!”
বিশ্বাস মানে আকাশ ছোঁয়া এক শান্ত মধুর ডাক,
ভয়ও যেখানে থেমে যায়, মুছে দুঃখ-আঁক।

এই যে আমি দাঁড়িয়ে আছি, অথৈ মহাসমূদ্র পাড়ে,
ভরসা শুধু তোমার—ওগো দয়াময়, তব নামটি হৃদয় জুড়ে।
হে প্রভু, হে অদৃশ্য প্রেম, বিশ্বাসেই বাঁচি আমি,
তুমি ছাড়া কেহ নেই যে আমার—তুমিই চিরস্বামী।

Logo1

ভালো মানুষ -০১

ভালো মানুষের একটা লিস্ট করছি!! যেখানেই যাকে ভালো কিছু করতে দেখছি তাকেই নোট বইয়ে বুক করছি!! নামধাম লিখে তার বর্ণনা দিয়ে রাখছি!!

আজকে কড়া রোদে বনানী যাওয়ার সময় দেখালাম এক চাইনিজ নাক বোচা রিকশায় হুড উঠিয়ে যাচ্ছে আর তার হাতের ছাতা ধরে আছে রিকশাআলার মাথার উপর! লজ্জা পেলাম খুব, আমার রিকশার হুড ফেলে দিলাম, রিকশাআলা আর আমি দুজনেই গায়ে রোদ মেখে এগিয়ে যেতে লাগলাম!! নোট বইয়ে চাইনিজ বেটার নাম উঠালাম “নাক বোচা” নামে!!

শাহবাগে বন্ধুর অপেক্ষায় বিড়ি ফুকতে ফুকতে চোখ গেলো এক বালিকার উপরে!! সুন্দরী বালিকা নিজ হাতে ভাত খাইয়ে দিচ্ছে এক বৃদ্ধাকে!! বালিকার পোশাক বলে সে বৃদ্ধার সমাজের কেউ নয় আর বৃদ্ধার পোশাকহীন দেহ আমাকে জানিয়ে দিচ্ছে সেই আমার বাংলাদেশ!! যাইহোক নোট বইয়ে বালিকার নাম দিলাম “একজন মমতাময়ী”!!

শাহবাগে আরেকটা ছেলেকে দেখলাম বসে বসে বেলি ফুলের মালা বানাচ্ছে!! পাশে এক ছোট মেয়ে বসে আছে!! মেয়েটার লাল চুল আর পরনে ছেড়া জামা!! ছেলেটা মেয়েটাকে ফুল বানিয়ে দিচ্ছে আর বলছে, কষ্টের টাকা দিয়ে ফুল কিনে মালা বানায়া দিতেছি সব বিক্রি করে আসবি, আর বিক্রি শেষ করে ভাত খাবি আর যদি তোরে দেখি ভিক্ষা করতে তাইলে তোর খবর আছে!! বিকেলে কাজ শেষে স্কুলে চলে আসবি!! বুঝছিস? মেয়েটা মাথা নেরে বুঝে ফুল হাতে চলে গেলো!! আমি ছেলেটাকে বললাম, ভাই ফুল কিনে না দিয়েতো আপনি মেয়েটাকে খাবার কিনেই দিতে পারতেন!! ছেলেটা বলল, ভাই আমি দশ বারোটা ছেলে মেয়ে পড়াই এদের সবাইকে নিজের পকেটের টাকা দিয়ে খাবার কিনে দেয়ার সামর্থ্য আমার নাই, তাই এদের ফুল কিনে মালা বানিয়ে দেই তাতেই এদের খাবার হয় আর যে টাকা বাচে তা দিয়ে এরপর দিন আবার ফুল কিনে দেই!! আর বিকেল হলে এদের পড়তে বসাই!! ছেলেটার নাম ভালো মানুষের লিষ্টে উঠানোর আগে তার হাত ছুয়ে দেখলাম!! ভালো মানুষের ছোয়ায় নিজে যদি ভালো হই!

ভালো মানুষের তালিকায় নাম দিলাম সালমার!! আহত পুলিশকে ওড়না দিয়ে কাধে বেধে সালমা দেখিয়ে দিলো নারী শুধু সংসারের ভার কাধে নেয় না, নেয় মৃত প্রায় সমাজেরও!!

যোগ হলো হাসানের নাম!! রং তুলি দিয়ে ছড়িয়ে দিচ্ছে যৌতুক বিরোধী আন্দোলন!! যেখানে পারছে লিখে যাচ্ছে “যৌতুক নেয়া আর ভিক্ষা চাওয়া এক জিনিস”!!

জয়নাল সাহেবের দায়িত্ব হচ্ছে মানুষ গড়ার!! পানি পার হয়ে ছাত্র ছাত্রীরা স্কুলে আসতে পারতেছে না তাই নিজেই নৌকা নিয়ে নেমে গেলেন পানিতে!! শিক্ষক থেকে হলেন মাঝি! মানুষ গড়ার কারিগর মানুষ গড়ছেন মাঝি হয়ে!! জয়নাল সাহেব আমন্ত্রণ আপনাকে ভালোমানুষের তালিকাতে!!

ভালোমানুষের তালিকাতে নাম দিলাম কিছু শিখ মানুষের!! লন্ডনে রায়োটের সময় মুসল্লিদের নামাজের সময় যেন কেউ মুসল্লিদের ক্ষতি করতে না পারে তা তাই মসজিদের বাহিরে লাঠি হাতে দাড়িয়ে পাহারা দিচ্ছিলো কিছু শিখ মানুষ!! আমি সিওর সেই দিন মুসল্লিদের নামাজের দোয়ায় ছিলো “করুনাময় তোমার রহমতের দড়জা খুলে দাও ওই শিখ ভাইদের জন্যে যারা তোমাকে সেহ্জদা দেয়ার সময় নিরাপদে রেখেছিলো আমাকে”

নাহ্!! ভালোমানুষের সংখ্যাতো এত কম না!! নোট বইয়ে একের পর এক নাম যোগ হচ্ছে!! আচ্ছা এই ভালোমানুষের নাম গুলো দিয়ে কি করবো? এই ভালোমানুষের নামের নোট বইটা তুলে দিবো ছেলেমেয়ের হাতে!! শোনো পোলাপান, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই!! জীবনে কিছু হতে হলে নোট বইয়ের এই মানুষ গুলার মত হইও!! যদি কখনো রাস্তায় এই মানুষ গুলার সাথে দেখা হয় দৌড়ে গিয়ে তাদের হাত ছুয়ে বলবে, “আমার মাথায় হাত রেখে একটু দোয়া করবেন, যেন আমি মানুষ হই”!!

জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আগে মানুষ হওয়াটা খুব জরুরি!! খুব জরুরি!!

3d3bc5dd-f847-458e-b05e-707cc6a87811

রাফির মেয়ের চোখে লিপিকে খুঁজি

রাফির মেয়ের চোখে লিপিকে খুঁজি

  • মোঃ তৌহিদুর রহমান।

আমি তো হয়েছি নানা বহুবার,
হ্যাপীর কাব্য, পপির বিভা দিয়েছে সেই উপহার।
তবু আজকের দিন এক আলাদা আলো,
হারানো বোনের ছবি আজ খেলে চোখের পালো।

বাড়ি ভরে এলো খুশির সংবাদ,
রাফির ঘরে এলো সোনালী ভোরের আবাদ।
নতুন এক প্রাণ, এক ফুলের কুঁড়ি—
জন্ম নিলো আমার বোন লিপির স্মৃতির ঝুড়ি।

লিপি, তুমি যে ছিলে আমার হৃদয়ের গান,
তোমার হাসি, তোমার ছায়া ছিলো অফুরান।
তোমার সেই ছায়া আজ রাফির কন্যায় মেলে,
তোমার স্নেহ যেন বাতাসে খেলে।

এই শিশুর কানে বাজে তোমার গান,
তার চোখে দেখি তোমার সন্ধ্যাবেলার জান।
এই নতুন প্রাণে তুমি ফিরেছো ফিরে,
আমার বুকজুড়ে তুমিই আছো ধীরে ধীরে।

নতুন পাতায় লেখা হলো প্রিয় নামের ছায়া,
রাফির মেয়েতে বেঁচে থাকো তুমি, চিরায়ু মায়া।
আজ আমি শুধু নানা নই, এক স্মৃতির পাহারাদার,
তোমার ভালোবাসা রইলো তার প্রতিটি প্রহর জুড়ার।

আরও এক বিশেষ উপলক্ষ এলো ঘরে ঘরে,
আমাদের জেনারেশনে নতুন অতিথি এলো ধরণির তরে।
প্রজন্মের ধারা এগিয়ে চলেছে প্রাণে প্রাণে,
নতুন পাতায় লেখা হলো ইতিহাসের নতুন গানে।

আজ আমি শুধু নানা নই, এক বংশের উত্তরসূরির সাথী,
লিপির ভালোবাসা বুনে রাখবো এই শিশুর বুকে জাঠি।
তার চোখে খুঁজবো স্মৃতির রং, সময়ের হারানো গান,
এই সন্তানেই জেগে উঠবে লিপির অতুল স্পন্দন-প্রাণ।

blog-1

নিভৃত ডাক

নিভৃত ডাক

মোঃ তৌহিদুর রহমান

এই শুনছো? শুনতে কি পাচ্ছো আমার কথা?
অন্তর গহীন থেকে কে যেন ডাক দিয়ে যায় থেকে থেকে
ছায়াহীন, অস্তিত্বহীন, অথচ কি নির্ভিক, দৃঢ় চিত্তে…
সে কি আমি? নাকি আমারই ভুলে যাওয়া সত্ত্বা?

কখনো সে কান্নায় ভেজায় নীরব রাত,
কখনো সে ঝড় তোলে সাহসের প্রহরজাত।
জীবনের ভিড়ে আমি যাকে খুঁজি,
সে কি মুখ লুকিয়ে রয় আমারই রক্তস্রোতে সুপ্ত?

আমি যাকে ভালোবাসি,
সে কি আমি নই?
যার কাঁধে হাত রাখি,
ভরসা খুঁজি, শান্তি পাই—
সে কি আমারই অন্তরের দীপ্ত ভাষা,
নাকি অজানা কষ্টের চিরচেনা আশ্বাসা?

দিন শেষে আকাশে যে তারা জ্বলে,
তার আলোতে কি আমারই চোখ রোলে?
তাইতো আজ নিজেকে বলি সাহস করে—
চেনো, নিজেকে চিনে নাও সেই অদৃশ্য নায়ককে ভিতরে।

এই শুনছো?
এবার জবাব দাও নিঃশব্দে,
আমি আসছি—তোমাকে চিনতে,
ছুঁতে হৃদয় গভীর স্থলে।

১৭.৫.২০২৫